মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

বাজেট অধিবেশন ১০ জুন

নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ জুন একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। এদিন বিকাল ৫টায় সংসদ ভবনের সভাকক্ষে অধিবেশন শুরু হবে। ১১ জুন বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এটি বর্তমান সংসদের ৮ম অধিবেশন। সংসদের গণসংযোগ বিভাগ গতকাল জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৭ বঙ্গাব্দের ২৭ জ্যৈষ্ঠ মোতাবেক ২০২০ খ্রিস্টাব্দের ১০ জুন রোজ বুধবার বিকাল ৫.০০ ঘটিকায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে একাদশ জাতীয় সংসদের ৮ম (২০২০ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর