বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

ধানের ন্যায্যমূল্যে কৃষকের মুখে হাসি ফুটেছে : মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, করোনা দুর্যোগের মাঝেও ধানের ন্যায্যমূল্য পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। বাম্পার ফলনের পরও এবার তাদের কম দামে ধান বিক্রি করতে হচ্ছে না। বিভিন্ন দুর্যোগ-মহামারী পরবর্তী সময় বিশে^ খাদ্য সংকট, দুর্ভিক্ষ দেখা দেয়। করোনার এই দুর্যোগ-পরবর্তী সময়ে যেন দেশে কোনো দুর্ভিক্ষ বা খাদ্য ঘাটতি না হয় সেজন্য প্রধানমন্ত্রী নানা পদক্ষেপ নিয়েছেন। এ জন্য এবার ব্যাপক পরিমাণে ধান-চাল সংগ্রহ করা হচ্ছে। সেই সঙ্গে খাদ্য উৎপাদন বাড়াতে এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবে না। গতকাল দুপুরে জামালপুরের মেলান্দহে বোরো সংগ্রহ অভিযান কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

জামালপুরের মেলান্দহ উপজেলায় বোরো সংগ্রহ অভিযানে ৪ হাজার ৪৫৬ মেট্রিক টন সিদ্ধ চাল, ২৭৮ মেট্রিক টন আতপ চাল, ৩ হাজার ৬৫১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। মেলান্দহের মোট ৭১ জন ডিলারের কাছ থেকে এসব চাল সংগ্রহ করা হবে। এ বছর সরকার সিদ্ধ চাল ৩৬ টাকা, আতপ চাল ৩৫ টাকা ও ২৬ টাকা কেজি দরে ধান সংগ্রহ করছে।

সর্বশেষ খবর