বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

হঠাৎ বকেয়া কর আদায়ে তৎপর এনবিআর

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে রাজস্ব আদায়ে বিপর্যয় মোকাবিলায় হঠাৎ অবিতর্কিত বকেয়া কর আদায়ে তৎপর হয়ে উঠছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি রাজস্ব আদায় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সব কর কমিশনারকে অবিতর্কিত বকেয়া কর দাবির তথ্য হালনাগাদকরণ, কর্মপরিকল্পনা ও আইনগত সব কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে। গতকাল দেশের সব কর কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে এ আদেশ দিয়েছেন এনবিআরের সদস্য (ট্যাকসেস লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) নাহার ফেরদৌসি বেগম। ওই চিঠিতে বলা হয়েছে, জুন, ২০২০-এর জাতীয় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। আমি মনে করি এ বছর লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি কর অঞ্চলকে বকেয়া কর থেকে আদায়ের পরিমাণ আরও বৃদ্ধি করতে হবে। বিশেষ করে জুনের মধ্যে অবিতর্কিত বকেয়া কর কীভাবে আদায় করা সম্ভব হয় তার পরিকল্পনা এখন থেকে গ্রহণ করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দেশের অর্থনীতির ভিত সুদৃঢ় রাখতে কী পদ্ধতিতে সরকারের ন্যায্য রাজস্ব যৌক্তিকভাবে আদায় করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অটুট রাখা যাবে, সে বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে ৩০ জুনের মধ্যে এনবিআরের এই সদস্য (নাহার ফেরদৌসি বেগম) বরাবর প্রতিটি কর অঞ্চলের হালনাগাদকৃত অবিতর্কিত বকেয়া কর দাবির তথ্য থেকে ৫ লাখ টাকার অধিক পরিমাণের বকেয়া কর দাবিসংবলিত করদাতার একটি তালিকা কর অঞ্চলের সম্ভাব্য বকেয়া আদায়ের তথ্য প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে। চলতি অর্থবছরে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকার লক্ষ্য থাকলেও এখন তা সংশোধন করে ৩ লাখ ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। গত মার্চ পর্যন্ত রাজস্ব আদায়ে ৫৬ হাজার কোটি টাকার মতো ঘাটতি ছিল। আর এপ্রিলে এসে এ ঘাটতি আরও বেড়েছে।

সর্বশেষ খবর