বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

সাংবাদিকদের করোনার নমুনা সংগ্রহের আলাদা বুথ সবুজবাগে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ে করোনাভাইরাস পরীক্ষায় সাংবাদিকদের নমুনা সংগ্রহের জন্য আলাদা বুথ চালু করা হচ্ছে। অফিসের পরিচয়পত্র দেখিয়ে যে কোনো সাংবাদিক সহজে ও দ্রুত নমুনা দিতে পারবেন। আজ থেকে এ বুথ চালু হওয়ার কথা।

সংশ্লিষ্টরা জানান, করোনা পরীক্ষার জন্য এক মাস ধরে সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ে বুথ স্থাপন করে এলাকাবাসীর নমুনা সংগ্রহ করা হচ্ছে। এ সংকটে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সামনের সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন। ব্যস্ততার কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়া সাংবাদিকদের জন্য কঠিন। তাই সবুজবাগে সাংবাদিকদের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর