বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

রেলে আম পরিবহনে খরচ পড়বে কেজিতে দেড় টাকা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদে আম সরবরাহে সব ধরনের সহযোগিতা দেবে জেলা প্রশাসন। রেলে আম পরিবহনে খরচ পড়বে প্রতি কেজি দেড় টাকা। আর বিআরটিসির ট্রাকে খরচ ধরা হবে অন্য সময়ের চেয়ে অর্ধেক। পাশাপাশি বিভিন্ন কুরিয়ার সার্ভিসেও আম পাঠানো যাবে নির্বিঘ্নে। গতকাল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রেলওয়ে, কুরিয়ার সার্ভিস, আমচাষি, আম ব্যবসায়ী, সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নিয়ে কৃষি বিভাগের সমন্বয় সভায় রাজশাহী থেকে বুকিংসহ  বিভিন্ন স্থানে আম পাঠাতে যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে এসব সিদ্ধান্ত হয়। রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক জানান, করোনা পরিস্থিতিতে যাতে আম পরিবহন ও বাজারজাতে কোনো ধরনের সমস্যা না হয় চাষি ও ব্যবসায়ীদের নিয়ে নানা সিদ্ধান্ত হয়েছে। আমসহ সব পচনশীল পণ্য পরিবহনে বাধা নেই। সড়কে যাতে অহেতুক হয়রানিতে না পড়ে সে বিষয়ে আলোচনা হয়েছে।তিনি আরও বলেন, মৌসুমি ফল রাজশাহীর আমের চাহিদা রয়েছে সারা  দেশেই। এজন্য রাজশাহী থেকে আম পাঠানো ব্যবস্থা নির্বিঘ্ন করা হয়েছে। ব্যবসায়ীরা চাইলে রেলেও আম পাঠাতে পারবেন। বিআরটিসির ট্রাকেও পরিবহন করা যাবে। পাশাপাশি সব কুরিয়ার আম পরিবহন অব্যাহত রাখবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর