বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা
পবিত্র শবেকদর পালিত

মহামারী থেকে রক্ষার জন্য মহান আল্লাহর রহমত কামনা

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারী থেকে রক্ষার জন্য আল্লাহর দরবারে সকরুণ প্রার্থনা জানানোর মধ্য দিয়ে গত রাতে পালিত হলো পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। জাহান্নামের আগুন থেকে মুক্তি আর নিষ্কলুষ জীবনলাভের জন্য আল্লাহর রহমত কামনায় মানুষ রাতভর জিকির-আজকারে লিপ্ত ছিল। হাজার মাসের চেয়ে উত্তম ও মহিমান্বিত শবেকদর আগে পালিত হতো উৎসবমুখর পরিবেশে। এ রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারীদের সম্মান বৃদ্ধি ও মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তবে করোনার কারণে এবার অন্যবারের মতো মসজিদ ও খানকায় নেওয়া হয়নি বিশেষ কোনো মাহফিল বা দোয়ার উদ্যোগ। বুধবার ২৬ রমজান দিবাগত রাত  লাইলাতুল কদর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে চলমান তারাবি নামাজ শেষে মিলাদ হয়েছে; করা হয়েছে বিশেষ দোয়া। আল্লাহর দরবারে করোনা গজবসহ ঘূর্ণিঝড় আম্ফান থেকে দেশবাসীকে রক্ষা ও বিশ^বাসীকে মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা ঘরে ঘরে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য প্রার্থনা করে রাতটি অতিবাহিত করেন। এ রাতের গুরুত্ব বর্ণনা করে মহান আল্লাহ সুরা কদরে বলেন, ‘নিশ্চয়ই আমি এটি (আল কোরআন) অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। আর মহিমান্বিত এ রাত সম্পর্কে তুমি কি জান? মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষ উত্তম। ওই রাতে ফেরেশতারা ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে, তাদের রবের অনুমতিক্রমে। শান্তিই শান্তি! সে রাত ফজরের আবির্ভাব পর্যন্ত।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর