বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

করোনায় ২৮৯৫ পুলিশ ও ২৩৩ আনসার আক্রান্ত

ডিএমপিতেই ১২২৫ জন

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে গতকাল পর্যন্ত সারা দেশে দুই হাজার ৮৯৫ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ২২৫ জন পুলিশ সদস্য। এ ছাড়া আনসার বাহিনীতে ২৩৩ জন ও গতকাল নারায়ণগঞ্জ ও সিলেট কারাগারে আরও ৭ কারারক্ষী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডিএমপি সূত্র জানায়, গতকাল সকাল পর্যন্ত তাদের এক হাজার ২২৫ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৮ জন সদস্য। সর্বশেষ গত ১৮ মে মারা যান পুলিশের এসআই মুজিবুর রহমান তালুকদার (৫৬)। তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন। এর আগে ঢাকার বাইরে গত ১৬ মে চট্টগ্রাম নগর পুলিশের সদস্য কনস্টেবল নঈমুল হক (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। সব মিলিয়ে ৯ জন পুলিশ সদস্য করোনায় প্রাণ হারিয়েছেন। এদিকে কোয়ারেন্টাইনে রয়েছেন তিন হাজার ৫১৮ জন। আইসোলোশনে আছেন এক হাজার ২৫৬ জন পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৬৬ জন। কারা সূত্র জানায়, কারাগারে মোট ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল নারায়ণগঞ্জ কারাগারে আরও ৪ জন কারারক্ষী এবং সিলেট কেন্দ্রীয় কারাগারে ২ জন কারারক্ষী ও ১ জন কারা সহকারী আক্রান্ত হন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ জন ও ৩১১ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেওয়া হিসাবে, দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২৩৩ জন আনসার সদস্য আক্রান্ত হয়েছেন করোনায়। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ জন। আর মারা গেছেন ১ জন। আর কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৬৮ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর