বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

আম্ফানে শিক্ষকদের মাউশির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। গতকাল অধিদফতর থেকে এ নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও মাঠ পর্যায়ের জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, উপকূলীয় এলাকার স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জনসাধারণের আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে  দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 ঘূর্ণিঝড়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সে তথ্য মাউশিতে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় প্রশাসনের সঙ্গে বিষয়টি সমন্বয় করবেন। আর আঞ্চলিক পরিচালক উপ-পরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তারা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর