শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

কৃষকের স্বার্থে ন্যায্যমূল্যে ধান কিনছে সরকার : মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, সরকার কৃষকের কথা চিন্তা করেই সঠিক সময়ে ন্যায্যমূল্যে বোরো ধান কিনছে। কৃষক যাতে কষ্টার্জিত ধান মহাজন ও ফড়িয়ার কাছে পানির দরে বিক্রি করতে বাধ্য না হয় সে চিন্তা থেকে সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে সরকার ধান, গম ও চাল কিনছে। গতকাল মাদারগঞ্জ বালিজুড়ী খাদ্য গুদামে কৃষকের কাছ থেকে ধান ক্রয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, এবার কৃষকের কাছ থেকে ১ হাজার ৯৬৭ মেট্রিক টন ধান, ১ হাজার ২৬৩ মেট্রিক টন চাল ও ৬০ টন গম সংগ্রহ করা হবে। বিকালে বালিজুড়ী বাজারে মির্জা আজমের নিজ বাসভবন চত্বরে ‘নূরুন্নাহার মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্ট’-এর পক্ষ থেকে ৫০০ নিম্ন আয়ের মানুষের মধ্যে ১ হাজার টাকা করে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্যসচিব মির্জা গোলাম কিবরিয়া কবির, মির্জা জিল্লুর রহমান শিপন, মির্জা গোলাম মওলা সোহেল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর