শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা
হোটেল রেস্তোরাঁয় উপচে পড়া ভিড়

রংপুরে স্বাস্থ্যবিধি মানছে না কেউ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে করোনা ঝুঁকি এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় হলেও পাড়া মহল্লায় দল বেঁধে আড্ডায় মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। গতকাল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানপাটই খোলা। বিশেষ করে হোটেল রেস্তোরাঁগুলো লোকজনের আড্ডা ছিল লক্ষণীয়। স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে পাড়া মহল্লার মোড়ে মোড়ে লোকজনের সমাগম ছিল। অনেকে ঈদের নামাজে অংশগ্রহণ না করলেও মহল্লার আড্ডায় ছিল তাদের সরব উপস্থিতি। করোনাকে উপেক্ষা করে এই সমাগম রীতিমতো ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে।

এদিকে ঈদ উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও কাক্সিক্ষত ব্যবসা করতে পারেনি ব্যবসায়ীরা। করোনা আতঙ্কের ভয়ে অনেকেই বাজারে যায়নি নতুন পোশাক কিনতে।

অপরদিকে নগরীর অর্জন মোড়ে গিয়ে দেখা গেছে, অনুমোদনহীন বাস, মাইক্রো ও প্রাইভেট কার ভাড়া করে মানুষ ঢাকামুখী হচ্ছে। অনেকে আবার ট্রাকে করেও যাচ্ছেন। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত সিরাজুল ইসলাম জানান, শনিবারের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি চলে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই দুই হাজার টাকার চুক্তিতে একটি বাসে করে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

সর্বশেষ খবর