শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা
প্লাজমা থেরাপিতে বাড়ছে আগ্রহ

চট্টগ্রামে বিজয়ী পুলিশদের নিয়ে ব্যাংক

চট্টগ্রামে বিজয়ী পুলিশদের নিয়ে ব্যাংক

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামে বিজয়ী পুলিশদের নিয়ে ব্যাংক

করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের সুস্থতার জন্য এক অনন্য উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। করোনা যুদ্ধে বিজয়ী পুলিশ সদস্যদের নিয়ে তৈরি করা হয়েছে প্লাজমা ব্যাংক। যা দিয়ে সুস্থ হবে অসংখ্য করোনা রোগী। পরবর্তীতে এ কার্যক্রমে করোনা থেকে সুস্থ হওয়া সাধারণ মানুষকেও যুক্ত করা হবে। সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, ‘করোনা যুদ্ধে বিজয়ী পুলিশ সদস্যদের নিয়ে প্লাজমা ব্যাংক গঠন করা হয়েছে। তারা করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের প্লাজমা ডোনেট করে সুস্থ হতে সহায়তা করবে। পুলিশের এ কার্যক্রমে করোনা  থেকে সুস্থ হওয়া যে কেউ যুক্ত হতে পারবেন।’ তিনি বলেন, ‘যারা পুলিশের এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হবে তাদের পুরস্কৃত ও সম্মানিত করা হবে। এরই মধ্যে প্রত্যেক থানা পুলিশকে প্লাজমা ডোনার সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’ চট্টগ্রাম সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাইক্রোবাইলোজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীরা প্লাজমা থেরাপি নিয়ে সুস্থ হয়ে উঠছেন। ভ্যাকসিন আবিস্কৃত না হওয়া পর্যন্ত এ থেরাপি সবচেয়ে বেশি কার্যকর মনে হচ্ছে। পুলিশ প্লাজমা ব্যাংক তৈরির যে উদ্যাগ নিয়েছে তা প্রশংসনীয়।’ জানা যায়, চট্টগ্রাম মহানগর ও জেলায় গত বৃহস্পতিবার রাত পর্যন্ত ২ হাজার ৪২৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৭ জন।

সুস্থ হওয়াদের মধ্যে সিএমপির ৩৯ জন সদস্য রয়েছে। করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য প্লাজমা থেরাপি বিশ্বের নানান দেশে কার্যকর ভূমিকা রাখছে। এরই মধ্যে বাংলাদেশেও এ থেরাপি শুরু হয়েছে। প্লাজমা ব্যাংক কার্যক্রম তদারকির জন্য সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা  বেগমকে প্রধান করে একটি মনিটরিং কমিটিও করা হয়েছে। কমিটিতে উপ-কমিশনার (সদর) আমির জাফর, অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মোহাম্মদ মঈনুল ইসলাম ও বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসকদের রাখা হয়েছে।

সর্বশেষ খবর