শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

খাদ্যসামগ্রীর আড়ালে হেরোইন পাচারে জড়িত কথিত দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-২-এর হাতে ঢাকার সাভার থেকে আটক হয়েছেন হেরোইন পাচারের সঙ্গে জড়িত দম্পতি সৈবুর রহমান (৩২) ও নাজমা আক্তার (২৮)। সৈবুর রাজমিস্ত্রী আর নাজমা পোশাক কারখানায় চাকরি করেন। র‌্যাব জানিয়েছে, তারা আসলে দীর্ঘদিন ধরে হেরোইন পাচারের কাজ করে আসছেন। দম্পতি হিসেবে পরিচয় দিলেও তারা প্রকৃত স্বামী-স্ত্রী নন। র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার বিকালে ঢাকার সাভার থেকে দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইন উদ্ধার এবং ওই দুজনকে আটক করা হয়। ওইদিন রাতে র‌্যাব-২ এর সিপিসি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, কুরিয়ার সার্ভিসের খাদ্যসামগ্রীর মধ্যে পাচার করে আনা এই হেরোইন পাওয়া যায়। এরপর র‌্যাবের টিম সাভার ও আশুলিয়া থেকে দেড় কোটি টাকা মূল্যের ওই দেড় কেজি হেরোইন

জব্দ করে।পরে নাম-ঠিকানা ও মোবাইল নম্বর দেখে নিশ্চিত হয়ে সৈবুর ও নাজমাকে আটক করা হয়। সৈবুর রহমান নিজেকে রাজমিস্ত্রী আর নাজমা নিজেকে পোশাককর্মী দাবি করলেও তারা শিশুখাদ্য ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাঠানোর নাম করে হেরোইন পাচার করছিলেন। স্থানীয়ভাবে আসামিদের সম্পর্ক যাচাই-বাছাই করে জানা গেছে, তারা এলাকায় স্বামী-স্ত্রী হিসেবে ভাড়া বাসায় বসবাস করেন। প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তারা প্রকৃত স্বামী-স্ত্রী নন। আটককৃতদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের গোঠাপাড়ায়। সৈবুরের বাবার নাম হযরত আলী, আর নাজমার স্বামীর নাম শরিফুল ইসলাম। 

সর্বশেষ খবর