শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

চিংড়ির ৭ লাখ রেণু জব্দ করেছে কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভোলা থেকে অবৈধভাবে পাচারকালে বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুরের কালাবদর নদী থেকে গলদা চিংড়ির ৭ লাখ রেণু জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় এককটি ট্রলার আটক করা হয়। বৃহস্পতিবার রাতে চালানো হয় এ অভিযান। গতকাল রেণুগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

কোস্টগার্ড বরিশালের রিডিং রেডিও অপারেটর জেনারেল (এলআরওজি) আসাদুজ্জামান জানান, ভোলা থেকে ট্রলারে বিপুল পরিমাণ গলদার রেণু সাতক্ষীরা-বাগেরহাট এলাকায় পাচার হচ্ছিল। এ খবর পেয়ে কোস্টগার্ডের একটি টহল দল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ট্রলারটি ধাওয়া করে। এ সময় ট্রলার ফেলে পালিয়ে যায় চালকসহ অন্যরা। পরে কোস্টগার্ড সদস্যরা তল্লাশি করে ২৮টি ব্যারেলে গলদা চিংড়ির ৭ লাখ রেণু পান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর