সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা
এসএসসির ফল প্রকাশ

চট্টগ্রামে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাসের হার এবং জিপিএ-৫ দুটিই বেড়েছে। এবার বোর্ডের অধীনে ১ হাজার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪৪ হাজার ৯৬ জন শিক্ষার্থী ১৯৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন। পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। তাছাড়া চট্টগ্রামে পাসের হারে সেরাদের তালিকায় না থাকলেও সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে সেরা স্কুল হয়েছে কলেজিয়েট স্কুল। গতকাল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন শিক্ষার্থী। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ৪ হাজার ৭৬৩ জন ছাত্রী এবং ৪ হাজার ২৪৫ জন ছাত্র। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৩৯৩ জন। চট্টগ্রামে সেরা কলেজিয়েট স্কুল: এবারও জিপিএ-৫ পাওয়ার হিসাবে সবচেয়ে এগিয়ে আছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। নিজেদের অতীতের সব রেকর্ডও ছাড়িয়ে গেছে ঐতিহ্যবাহী এই স্কুলটি। ২০২০ সালের এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে সর্বোচ্চ ৪৩৮ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ চালু হওয়ার পর থেকে চট্টগ্রামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড এটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর