সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

করোনায় দুদক চলবে বিশেষ গাইডলাইনে

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ৬৬ দিন সাধারণ ছুটি শেষে রবিবার খুলছে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশনও (দুদক) নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে। তবে করোনার মতো ভাইরাস মোকাবিলার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে নিতে বিভিন্ন কৌশল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করছে সংস্থাটি। একই সঙ্গে সংস্থার বিশেষ গাইডলাইন প্রস্তুতেরও কাজ চলছে। দুদকের বিভিন্ন সূত্রে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত গাইডলাইন অনুসরণ করতে লোকবল নিয়োগের ক্ষেত্রে রোস্টারিং সিস্টেম অনুসরণ করার পরিকল্পনা করেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। পাশাপাশি যতটা সম্ভব ডিজিটাল পদ্ধতিতে চালাবে অনুসন্ধান ও তদন্ত কাজ। থাকছে জীবাণুমুক্তকরণ টানেল স্থাপনসহ স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা।

চূড়ান্ত গাইডলাইন তৈরি করতে কমিশন থেকে দুদকের মহাপরিচালক (প্রশাসন, সংস্থাপন ও অর্থ) মো. জহির রায়হানের নেতৃত্বে সাত সদস্যের একটি ভিজিলেন্স টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে কমিশনের অনুমোদনক্রমে গাইডলাইন চূড়ান্ত করা হচ্ছে।দুদকের মহাপরিচালক মো. জহির রায়হান গণমাধ্যমকে বলেন, ‘আমরা একটি গাউডলাইন তৈরি করছি। ডব্লিউএইচওর স্বাস্থ্যবিধি অনুসরণ করে গাইডলাইন তৈরি করা হচ্ছে; যাতে আমাদের কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়। চূড়ান্ত সিস্টেম অনুসরণ করে দুদকের প্রধান কার্যালয়সহ জেলা পর্যায়ের অফিসগুলো চলবে। গাইডলাইনের খসড়া তৈরি হচ্ছে। কমিশনের নির্দেশনা অনুসরণ করে আমরা কাজ এগিয়ে নেব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর