মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, নেতা লাঞ্ছিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর এলাকার ফকির নিটওয়্যার শ্রমিকদের নামে মিথ্যা মামলা, শোকজ প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধ এবং টাইম সোয়েটার লিমিটেডের নিটিং শাখা লে-অফের ঘোষণা প্রত্যাহার, হামিদ সোয়েটারে চাকরিচ্যুতি বাতিল এবং প্যারাডাইজ ক্যাবলস শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে গতকাল বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সমাবেশে বাধা দেয় এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এম এ শাহীনের সঙ্গে অশোভন আচরণ ও তাকে লাঞ্ছিত করে বলে অভিযোগ উঠেছে। সোমবার গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা দুলাল সাহা, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্যারাডাইজ ক্যাবল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন, কাঠেরপুল অঞ্চলের নেতা মোস্তাকিম প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন- শিল্প-কারখানার মালিকরা করোনা দুর্যোগের সুযোগ নিয়ে কারখানা লে-অফ, ছাঁটাই-বরখাস্ত করে শ্রমিকদের জীবন হুমকির মুখে ফেলে দিচ্ছে। ফকির নিটওয়্যারের মালিক গত মার্চ মাসে পাঁচ শতাধিক শ্রমিককে ছাঁটাই করে এতে ক্ষুব্ধ বিক্ষুব্ধ শ্রমিকদের আন্দোলনের চাপে কর্তৃপক্ষ ছাঁটাই প্রত্যাহার করতে বাধ্য হয়। কিন্তু শ্রমিক ছাঁটাইয়ের নীলনকশা বাস্তবায়নের উদ্দেশে পরিকল্পিতভাবে ঈদ মুহ‚র্তে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানা করে তাদের খেপিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই সুযোগ নিয়ে শত শত শ্রমিককে শোকজ ও অজ্ঞাতনামা দুই শতাধিক শ্রমিকের বিরুদ্ধে ফতুল্লা থানায় মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি চালিয়েছে।

এতে শ্রমিকরা গ্রেফতার আতঙ্কে দিশাহারা। শ্রমিক ছাঁটাইয়ের পাঁয়তারা ও পুলিশ দিয়ে শ্রমিক হয়রানি এসব বন্ধ করতে হবে। 

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন- সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকার ওল্ড টাউন ফ্যাশনে চার মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস না দিয়ে ৩০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। বরফকল এলাকার প্রাইম গার্মেন্টে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। কাঠেরপুলের টাইম সোয়েটারে নিটিং শাখা লে-অফ করে শ্রমিকদের ঈদ বোনাস থেকে বঞ্চিত করেছে। দাপা ইদ্রাকপুরে হামিদ সোয়েটারে ২৯ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। প্যারাডাইজ ক্যাবল শ্রমিকদের বকেয়া বেতন দেওয়া হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর