মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা
১২৬ কোটি টাকা আত্মসাৎ

খুলনায় গোডাউন কিপারের জামিন ফের নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সোনালী ব্যাংকের ১২৬ কোটি টাকা আত্মসাতের মামলার অন্যতম আসামি গোডাউন কিপার মো. কামরুজ্জামানের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছে আদালত। গতকাল মহানগর সিনিয়র বিশেষ আদালতে (ভার্চুয়াল কোর্ট) জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. শহিদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য জানিয়েছেন। এর আগে ২৮ জানুয়ারি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করে। সেই থেকে মো. কামরুজ্জামান কারাগারে রয়েছেন। এদিকে করোনা পরিস্থিতিতে কারাগারে স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে ১৯ মে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করেন।

মামলার প্রধান আসামি মেসার্স সোনালী জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান এস এম এমদাদুল হোসেন পলাতক রয়েছেন। জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে তিন দফায় ব্যাংক থেকে ৮৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ১৭৪ টাকা ঋণ নিয়ে কোনো মালামাল না কিনে টাকা আত্মসাৎ করেন। এতে সরকারের সুদ-আসলে মোট ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ২৮২ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় ২০১৭ সালে খানজাহান আলী থানায় মামলা করে দুদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর