মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবি

করোনা সংক্রমণ পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের নিরাপত্তায় ৬ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস। দাবিগুলোতে বলা হয়েছে, দায়িত্ব পালনরত অবস্থায় প্রতিটি শ্রমিকের জন্য পূর্ণ নিরাপত্তা সামগ্রী সরবরাহ, কোনো শ্রমিক করোনায় আক্রান্ত হলে সরকার থেকে উপযুক্ত চিকিৎসার নিশ্চয়তা প্রদান, কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারকে উপযুক্ত ক্ষতি পূরণ প্রদান, প্রতি টার্মিনালের প্রবেশ পথে জীবাণুনাশক বক্স স্থাপন, প্রতিটি টার্মিনালে শ্রমিক ও যাত্রীদের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত এবং পরিবহন শ্রমিকদের ১০ টাকা দরে চাল দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর