বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ ০০:০০ টা

কর্মচঞ্চল হয়ে উঠছে দুই মেগা প্রকল্প

করোনার ক্ষতি পুষিয়ে নিতে কর্ণফুলী টানেল ও চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নিয়ে পরিকল্পনা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

কর্মচঞ্চল হয়ে উঠছে দুই মেগা প্রকল্প

ধীরে ধীরে কর্মচঞ্চল হয়ে উঠছে চট্টগ্রামের দুই মেগা প্রকল্প কর্ণফুলী টানেল ও চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্প এলাকা। সীমিত পরিসরে চলতে থাকা এ প্রকল্পের কাজের গতি আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণমাত্রা পাচ্ছে। একই সঙ্গে করোনা প্রাদুর্ভাবে কাজের গতি শ্লথ হওয়ার কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে চলছে পরিকল্পনা। জানা যায়, চট্টগ্রামের অন্যতম বৃহৎ প্রকল্প কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ উদ্বোধন হওয়ার পর থেকে অবিশ্বাস্য দ্রুতগতি চলছি কাজের গতি। গত বছরের ডিসেম্বর পর্যন্ত ৫০ শতাংশ কাজের অগ্রগতি হলে প্রকল্প সংশ্লিষ্টরা নির্ধারিত সময়ের আগেই টানেলের নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করে। কিন্তু চীনে করোনা প্রাদুর্ভাব শুরু হলে ধাক্কা লাগে কাজের গতিতে। ফলে বছরের প্রথম তিন মাসে মাত্র দেড় শতাংশ কাজের অগ্রগতি হয়। করোনার কারণে দেশে সাধারণ ছুটি শুরু হলে কাজ বন্ধ ছিল কয়েকদিন।

কর্ণফুলী টানেলের প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুন উর রশিদ বলেন, ‘সাধারণ ছুটির মধ্যে সীমিত পরিসরে টানেলের কাজ চলামান ছিল। বর্তমানে ৫৪ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। সাধারণ ছুটির মধ্যে আড়াই শতাংশ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পুরোদমে কাজ শুরু হবে আশা করছি।’ কয়েকদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে চট্টগ্রামের আরেক মেগা প্রকল্প চট্টগ্রাম কক্সবাজার রেললাইন প্রকল্পের নির্মাণ কাজ। দেশে সাধারণ ছুটি শুরু হলেও নানান সংকটের কারণে বন্ধ ছিল এ প্রকল্পের কাজ। বর্তমানে সীমিত পরিসরে শুরু হয়েছে এ প্রকল্পের কাজ। আগামী কয়েকদিনের মধ্যে তা পুরোদমে চালু করার চিন্তা ভাবনা করছে প্রকল্প সংশ্লিষ্টরা। ১৮ হাজার কোটি টাকার এ প্রকল্প  ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে কাজ বন্ধ থাকার কারণে শঙ্কা দেখা দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে। চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন প্রকল্পের পরিচালক মফিজুর রহমান বলেন, ‘শ্রমিক ও নির্মাণ সামগ্রী সংকটের কারণে মাঝে কিছু দিন কাছ বন্ধ থাকলেও বর্তমানে সীমিত পরিসরে কাজ চলছে। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে পুরোদমে কাজ শুরু করতে পারব। এরই মধ্যে এ প্রকল্পের কাজের ৪০ শতাংশ অগ্রগতি হয়েছে।’ তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি কিভাবে কাজের গতি আগের চেয়ে কিভাবে বাড়ানো যায়। আমরা একটি পরিকল্পনা করছি। এ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো আশা করছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর