বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ ০০:০০ টা

পশ্চিমে যাত্রা শুরু করল কপোতাক্ষ ও মধুমতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পশ্চিমাঞ্চল রেলওয়েতে আবারও যাত্রা শুরু করল কপোতাক্ষ এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস। করোনাভাইরাস পরিস্থিতিতে একটানা ৬৯ দিন বন্ধ থাকার পর গতকাল এ দুটি ট্রেন যাত্রা শুরু করেছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, ভোর ৬টায় কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছেড়ে রাজশাহী পৌঁছেছে ১১টা ৫০ মিনিটে। প্রতিদিন সোয়া ২টায় ট্রেনটি আবার রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। এরপর রাত ৮টার দিকে ট্রেনটি খুলনায় পৌঁছে।

অন্যদিকে সকাল ৮টায় মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ছেড়েছে। দুপুর ১টায় ট্রেনটি রাজবাড়ী পৌঁছে। এরপর বেলা ৩টায় সেটি আবারও রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে। রাজশাহী এসে পৌঁছায় রাত ৮টায়। আগের সিডিউল অনুযায়ীই ট্রেন দুটি নিজ নিজ রুটে চলাচল করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর