বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ ০০:০০ টা

দুর্নীতিতে জিরো টলারেন্স : আতিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভায় মেয়র আতিকুল ইসলাম সব কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে বলেন, দুর্নীতিবাজ যেই হোক না কেন, তাকে  কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দুর্নীতির ব্যাপারে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল থাকবে। গতকাল সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নিয়ে ডিএনসিসির প্রথম করপোরেশন সভা অনুষ্ঠিত হয়। মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেয়র বলেন, করোনাকালে ডিএনসিসি এক দিনের জন্যও বন্ধ থাকেনি। প্রতিদিন ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে যাছে। মেয়র পদে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করার আগে থেকেই এ মহাদুর্যোগের সময়ে আমিও নগরবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর