শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

নির্ধারিত সময়ে হচ্ছে না পাবনা-৪ উপনির্বাচন

২৮ সেপ্টেম্বরের মধ্যে ভোট করার ঘোষণা ইসির

নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতির কারণে পাবনা-৪ আসনের উপনির্বাচন নির্ধারিত সময়ের (আগামী ৩০ জুন) মধ্যে অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদ সচিবালয় হতে গত ১২ এপ্রিল জারিকৃত ও একই তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক গত ২ এপ্রিল পাবনা-৪ আসনটি শূন্য হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ১২৩-এর দফা (৮) অনুযায়ী উক্ত শূন্য পদ পূরণ করার জন্য ৩০ জুন তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। তবে সংবিধানের অনুচ্ছেদ ১২৩-এর দফা (৪)-এর শর্তানুসারে প্রধান নির্বাচন কমিশনারের মতে, দেশে করোনাভাইরাস সংক্রমণজনিত দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদ, অর্থাৎ সংসদীয় আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উল্লিখিত শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এ অবস্থায়, পাবনা-৪ শূন্য আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের মধ্যে সম্পন্ন করা সম্ভব না হওয়ায় তা পরবর্তী নব্বই দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।

নির্বাচনের সময়সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। উল্লেখ্য, ৩০ জুন থেকে পরবর্তী নব্বই দিন যোগ করলে সময়সীমা দাঁড়ায় ২৮ সেপ্টেম্বর। ইসি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা না গেলে সুপ্রিম কোর্টের কাছ থেকে ব্যাখ্যা নিয়ে ইসিকে করণীয় নির্ধারণ করতে হবে। পাবনা-৪ আসনের আগে বগুড়া-১ ও যশোর-৬ আসনও শূন্য হয়। গত ২৯ মার্চ ওই দুই আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তাও স্থগিত করে ইসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর