শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মায়ের ইন্তেকাল

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের রত্নগর্ভা মা এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি পাঁচ মেয়ে, চার ছেলে, নাতি-নাতনি ও স্বজনদের রেখে গেছেন। গতকাল দুপুরে নিজ জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে তার স্বামী সাখাওয়াত হোসেন ভুইয়ার কবরের পাশে দাফন করা হয়। মরহুমা জাহানারা হোসেন তার নয় সন্তানকে উচ্চশিক্ষিত করেছেন। তারা সবাই স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এর স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে তিনি ‘রত্নগর্ভা মা’ হিসেবে সম্মাননায় ভূষিত হন। আমাদের নরসিংদী প্রতিনিধি জানান, গতকাল জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের রত্নগর্ভা মা এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেনের নিজ গ্রাম বাহাদুরপুর গ্রামে গতকাল বেলা ১১টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে গ্রামবাসী ও পার্শ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও মরহুমার আত্মীয়স্বজন এতে অংশ নেন। পরে মরহুমার প্রয়াত স্বামী সাখাওয়াত হোসেন ভুইয়ার কবরের পাশে দাফন করা হয়।

রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের শোক : জাহানারা হোসেনের মৃত্যুতে রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। তাদের পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। শোক জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, রায়পুরার সন্তান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার প্রমুখ। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু। বাংলাদেশ প্রতিদিন পরিবার গভীর শোক জানিয়েছে। এ ছাড়াও বিদেশে বসবাসরত রাজনীতিবিদ, সাংবাদিকরা গভীর শোক জানিয়েছেন। ইতালি প্রতিনিধি জানান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মা এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শাশুড়ি এবং বাংলাদেশ প্রতিদিনের ইউরোপের যুগ্ম ব্যুরো প্রধান আফজাল হোসেনের মা জাহানারা হোসেনের মৃত্যুতে বাংলা প্রেস ক্লাব ইতালি গভীর শোক প্রকাশ করেছে। বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদ, সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শোক জানিয়েছেন। ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীরও শোক জানিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রতিনিধি জানান, শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’র সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সেক্রেটারি শহীদুল ইসলাম, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি বকুল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আবদুল কাদের মিয়া, কমিউনিটি লিডার হাসানুজ্জামান হাসান প্রমুখ। মালয়েশিয়া প্রতিনিধি জানান, জাহানারা হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাব সভাপতি মনির বিন আমজাদ, সিনিয়র সহসভাপতি আহমেদুল কবির, সহসভাপতি শেখ সেকান্দার আলী, সাধারণ সম্পাদক বশীর আহমেদ ফারুক, যুগ্মসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ, শাহাদাত হোসেন, কাজী আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আরিফুজ্জামান, দফতর সম্পাদক শাহরিয়ার তারেক,  কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর