শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

পুনরায় টেস্টে খোরশেদের পজিটিভ, স্ত্রীর নেগেটিভ

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মানবতার ফেরিওয়ালা উপাধি পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার পর ফল পজিটিভ এসেছে। কিন্তু দ্বিতীয় দফা রিপোর্টে নেগেটিভ এসেছে তার স্ত্রী আফরোজা খন্দকার লুনার। গতকাল বিকালে তাদের ওই পরীক্ষার ফলাফল আসে। এর আগের দিন তাদের নমুনা সংগ্রহ করা হয়। তবে লুনার নেগেটিভ এলেও ফুসফুস আক্রান্তের কারণে আরও কয়েক দিন স্কয়ার হাসপাতালে ভর্তি থাকতে হবে। এ বিষয়ে গতকাল বিকালে মুঠোফোনে কাউন্সিলর খোরশেদ জানান, সবার আগে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর। আর যার কথা না বললে আমি অকৃতজ্ঞ হব, এমপি শামীম ওসমান যিনি আমার স্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন। তিনি আরও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্কয়ারের মালিক অঞ্জন চৌধুরী প্রতিদিন অন্তত তিনবার দেখা করে গেছেন। আমি কৃতজ্ঞ সঠিক সময় সঠিক স্থানে স্ত্রীকে ভর্তি করতে পেরেছি। স্ত্রী লুনার নেগেটিভ আসার পরেই আমি শামীম ওসমান ও তার স্ত্রী লিপি ওসমানকে ফোন করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। নিজের করোনা রিপোর্ট পজিটিভ আসার বিষয়ে তিনি জানান, আমি মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছি। হাসপাতাল থেকে রিলিজ নিয়েছি। আর কয়েক দিন হোম কোয়ারেন্টাইনে থাকলে আমি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব। মানবিক কাজের বিষয়ে তিনি বলেন, আজ পর্যন্ত ৭২ জনের লাশ দাফন করেছে আমাদের টিম। সুস্থ হয়ে আবার মানুষের পাশে নামব ইনশাআল্লাহ।

যতদিন সুস্থ ও বেঁচে আছি এই করোনায় ও করোনার বাইরে সব সময় মানবসেবা করার তৌফিক যেন আল্লাহ দেন, সেই প্রার্থনা করি।

প্রসঙ্গত, আক্রান্তদের সেবা করতে গিয়ে ৩০ মে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ করোনায় আক্রান্ত হন। এর আগে গত ২৩  মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। তার স্ত্রীর শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে তাকে কাঁচপুরের সাজেদা ফাউন্ডেশনে ভর্তি করান খোরশেদ। পরে সেখান  থেকে ৩১ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে সস্ত্রীক ভর্তি হন তিনি। তবে আক্রান্ত হলেও তার কার্যক্রম থেমে নেই।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর