শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

৬ শতাধিক চিকিৎসা কর্মীর চাকরি গেছে

রংপুর

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে করোনা দুর্যোগে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ৬ শতাধিক কর্মচারী চাকরি হারিয়েছেন। হাসপাতাল ও ক্লিনিকগুলোর আয় কমে যাওয়ায় ওইসব স্বাস্থ্য সংশ্ল্ষ্টি কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে। চাকরি হারিয়ে তারা বেকার অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তবে ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন বলছে ছাঁটাই নয় তাদের চাকরি আপাতত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুরে অ্যাসোসিয়েশন ভুক্ত ১১৮টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ল্যাবএইড, পপুলার ডায়াগনস্টিক সেন্টারসহ ১০ থেকে ১৫টি বড় বড় স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে। বড় বড় স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে কর্মচারী সংখ্যা ২০০ থেকে ৬০০ পর্যন্ত। এদের কেউ কেউ কম্পিউটার অপারেটর, আয়া, পিয়ন, বয়সহ বিভিন্ন পদে চাকরি করত। কোনো কোনো প্রতিষ্ঠানে কর্মচারী-কর্মকর্তাদের  মাসিক বেতন দেওয়া হতো এককোটি টাকার ওপর। গত ৩ মাসের অধিক সময় ধরে করোনা ছোবলে বেসরকারি স্বাস্থ্য খাতে ধস নেমেছে। ডাক্তারদের রোগী দেখতে অনীহার কারণে রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যায়।

ফলে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর আয় কমে যায়। বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলো নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য শুরু করে কর্মচারী ছাঁটাই। গত একমাসে বৃহত্তর একটি হাসপাতালের কমপক্ষে ২০০ কর্মচারী ছাঁটাই হয়েছে। বড় বড় ৮ থেকে ১০টি প্রতিষ্ঠানে গত একমাসে কমপক্ষে ৬০০ কর্মচারী চাকরি হারিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর