শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

করোনায় আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান বাচ্চুর মৃত্যু

প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার শিকার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুর রহমান বাচ্চু (৭০)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ভোররাত সাড়ে ৪টায় মিরপুরের রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বাদজুমা তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বিষয়টি নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 আজিজুর রহমান বাচ্চু বৃহত্তর মিরপুর থানা ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন। ১৯৭৫ সালের ২৮ আগস্ট গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন। দলের চরম দুর্দিনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০০৪ সালে বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার হন। এক/এগারোর সময়ও রাজপথে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

এ ছাড়াও তার মৃত্যুতে শোক জানিয়েছেন মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর