শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

অধ্যাপক গোলাম রহমানের পুরো পরিবার করোনাভাইরাস আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস চেয়ারম্যান ও সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, তার স্ত্রী, ছেলেসহ পুরো পরিবারের পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে তার পুত্রবধূ এবং গৃহকর্মীও রয়েছেন বলে তিনি নিজেই গতকাল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন অধ্যাপক গোলাম রহমানের বাসা গুলশানের নিকেতনে। গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। পরে পরিবারের অন্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক রহমানসহ পরিবারের আরও চারজনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে নাইম আরা হোসাইনের শারীরিক অবস্থা ‘ভালো নয়’।

তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ প্রসঙ্গে অধ্যাপক গোলাম রহমান আরও বলেন, আমাদের পরিবারের পাঁচজনের করোনাভাইরাস পজিটিভ। এর মধ্যে আমরা চারজন বাসায় আইসোলেশনে আছি। আমাদের স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালো। তবে আমার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে। তাকে প্লাজমা থেরাপি দেওয়ার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর