শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রাম মা-শিশু হাসপতালে শুরু হচ্ছে করোনা চিকিৎসা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে বেসরকারি পর্যায়ের বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্র মা ও শিশু হাসপাতালে করোনা চিকিৎসায় ১০টি আইসিইউসহ ৫০ শয্যার ওয়ার্ড চালু করা হচ্ছে। আজ এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তা ছাড়া এ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষায় একটি উন্নতমানের আধুনিক পিসিআর ল্যাব স্থাপনে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী ৮০ লাখ টাকা অনুদান দিয়েছেন। হাসপাতালে ল্যাব স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগেও একই ব্যবসায়ী এ হাসপাতালে করোনা ইউনিট চালুর জন্য আট লাখ টাকা অনুদান দিয়েছিলেন। চট্টগ্রাম মা-শিশু হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির ট্রেজারার রেজাউল করিম আজাদ বলেন, ‘প্রাথমিকভাবে ভেন্টিলেটরযুক্ত ১০টি আইসিইউ, অত্যাধুনিক সুযোগ-সুবিধার ১০টি আইসোলেশন শয্যা ও ৩০ শয্যার ফ্লু কর্নার নিয়ে ৫০টি শয্যা প্রস্তুত।

শনিবার থেকে রোগী ভর্তি করা শুরু হবে।

 একই সঙ্গে আরও ১০০ শয্যার প্রস্তুতি চলছে।’ তিনি বলেন, ‘করোনায় দুর্যোগপূর্ণ এই সময়ে শিশু হাসপাতালে নমুনা পরীক্ষায় উন্নতমানের পিসিআর ল্যাব স্থাপনে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বন্ধু ৮০ লাখ টাকা অনুদান দিয়েছেন। তিনি এর আগেও হাসপাতালে করোনা ইউনিট চালুর জন্য আট লাখ টাকা অনুদান দিয়েছিলেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর