রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা
খুলনা

নমুনা পরীক্ষায় দীর্ঘ জট

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় চাপ বাড়ছে। গতকাল পর্যন্ত এখানে ১ হাজারের বেশি নমুনা পরীক্ষার জন্য অপেক্ষায় আছে। এতে করোনাভাইরাস শনাক্তের আগেই আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সংক্রমণের আশঙ্কা রয়েছে। জানা যায়, যশোর, নড়াইল ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে নমুনা পাঠানোর কারণে খুলনা ল্যাবে দীর্ঘ জট তৈরি হয়েছে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, গত ৭ এপ্রিল থেকে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। এরপর যশোর ও কুষ্টিয়ায় পর্যায়ক্রমে পিসিআর ল্যাব চালু হয়। কিন্তু শুরুতেই ওই ল্যাব দুটির নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে স্বাস্থ্যবিভাগ ও জনমনে প্রশ্ন দেখা দেয়। এ কারণে যশোর থেকে তাদের সংগৃহীত নমুনার অর্ধেক, নড়াইলের প্রায় শতভাগ ও কুষ্টিয়া থেকে পরীক্ষার জন্য নমুনা খুলনায় পাঠানো হচ্ছে। তিনি বলেন, খুলনা ল্যাবে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করা সম্ভব। কিন্তু ১ হাজারের বেশি নমুনা পরীক্ষার জন্য অপেক্ষায় আছে। এই চাপ নিতে গেলে সর্বনাশ হতে পারে। দীর্ঘসূত্রিতায় করোনা শনাক্তের আগেই আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সংক্রমণের আশঙ্কা রয়েছে। চাপ কমাতে এরই মধ্যে ২০০ নমুনা যশোর ল্যাবে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম অভিযোগ করেন, পিসিআর ল্যাবে চাপের কারণে খুমেক হাসপাতালের ফ্লু কর্নারে ‘করোনা নেই’ এই সনদ নিতেই অপেক্ষা করতে হয় ৩-৪ দিন।

 এই সময়ের মধ্যে ফ্লু কর্নারে সংক্রমণ বা সঠিক চিকিৎসা না  পেয়ে মুমূর্ষু রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জানা যায়, পরিস্থিতি মোকাবিলায় বিভাগীয় পর্যায়ে সমন্বয় সভায় যশোর ও কুষ্টিয়ার নমুনা পরীক্ষা এখন থেকে তাদের নিজস্ব ল্যাবে করার কথা বলা হয়েছে। এছাড়া খুলনা ল্যাবে সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলার নমুনা পরীক্ষা করা হবে।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর