রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

রাজশাহী বিভাগে মৃত্যুহার ১.০৮ ভাগ, সুস্থ ২১.৭৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ১ দশমিক ০৮ ভাগ। আর এ পর্যন্ত সুস্থ হওয়ার হার ২১ দশমিক ৭৫ শতাংশ। তবে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শুক্রবার বিভাগের ৮ জেলায় নতুন ৭২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮৭ জন। গতকাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্তদের মধ্যে শতকরা মৃত্যুর হার ১ দশমিক ০৮ ভাগ। আর সুস্থ হয়েছেন ২৮০ জন। শতকরা হিসাবে সুস্থতার হার ২১ দশমিক ৭৫ ভাগ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হিসাবে এ পর্যন্ত রাজশাহীতে ৭৫, চাঁপাইনবাবগঞ্জে ৫৬, নওগাঁয় ১৪৬, নাটোরে ৬৪, জয়পুরহাটে ২০৫, বগুড়ায় ৫৬৯, সিরাজগঞ্জে ১০০ এবং পাবনায় ৭২ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ১৩, চাঁপাইনবাবগঞ্জে ১৩, নওগাঁয় ৯১, নাটোরে ১১, জয়পুরহাটে ৮০, বগুড়ায় ৫০, সিরাজগঞ্জে ১৪ এবং পাবনায় ৮ জন সুস্থ হয়েছেন। রাজশাহীতে ৩, নওগাঁয় ২, নাটোরে ১, বগুড়ায় ৪ এবং পাবনা ও সিরাজগঞ্জে ১ জন করে মোট ১৪ জন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিভাগজুড়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোট ৩২১ জন করোনা রোগী। এর মধ্যে জয়পুরহাটে ১৮১ জন, বগুড়ায় ৯৭ জন, রাজশাহীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ৭ জন, সিরাজগঞ্জে ৩ জন এবং পাবনায় ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য বিভাগের হিসাবে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিভাগে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৩৯ হাজার ৪৪১ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৩৫ হাজার ৭৮০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৫৬৫ জনকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর