রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

কাউন্সিলর খোরশেদ বাসায় আইসোলেশনে স্ত্রী লুনা বাবার বাড়িতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী করোনামুক্ত হয়ে বাড়িতে ফিরে গেছেন। গতকাল এনসিসি ১৩ নম্বর ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু এ তথ্য নিশ্চিত করেন। টিপু আরও জানান, কাউন্সিলর খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনাকে স্কয়ার হাসপাতাল থেকে শনিবার ছাড়পত্র প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে মগবাজারে বাবার বাড়িতে রয়েছেন। এ ছাড়া কাউন্সিলর খোরশেদের করোনা পজিটিভ থাকার পরও উপসর্গ না থাকায় বাড়িতে আইসোলেশনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসঙ্গত গত ৩০ মে রাতে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে কাউন্সিলর খোরশেদ দম্পতি সাজেদা হাসপাতালে ভর্তি হন। পরে এমপি শামীম ওসমানের সহযোগিতায় ওই দম্পতিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

উল্লেখ্য, খোরশেদ দম্পতি অসুস্থ হয়ে হাসপাতালে থাকলেও এখন অবধি তার টিম নারায়ণগঞ্জে করোনা রোগীসহ নানা উপসর্গে মৃতদের লাশ দাফন কাফন ও সৎকার করে যাচ্ছে। এ পর্যন্ত তার টিম প্রায় ৭০টি লাশ দাফন করেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর