রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

শ্রমিক ছাঁটাই নিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

করোনা দুর্যোগে পোশাকশিল্পে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। সরকার ঘোষিত সব প্রণোদনা ও অন্যান্য সহযোগিতা নেওয়ার পরও শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণাকে উদ্দেশ্যপ্রণোদিত ও অন্যায় আখ্যায়িত করে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। প্রসঙ্গত, সম্প্রতি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক ‘জুন থেকে শ্রমিক ছাঁটাই করা হবে’ বলে বক্তব্য দেন। বিজিএমইএ সভাপতির শ্রমিক ছাঁটাইয়ের হুমকিকে ‘চরম ঔদ্ধত্যপূর্ণ’ ও উসকানিমূলক মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম গতকাল এক বিবৃতিতে বলেন, লুটেরা শ্রেণি কতটা বেপরোয়া, দায়িত্বহীন, হিংস্র হতে পারে, তা চলমান করোনা               

মহাসংকটকালে আবারও স্পষ্ট হয়েছে। গণবিরোধী সরকার শ্রমিকের স্বার্থ পদদলিত করে মালিকের মুনাফার স্বার্থ রক্ষা করায় বিজিএমইএ শ্রমিক ছাঁটাইয়ের ‘হুমকি’ দেওয়ার স্পর্ধা দেখাচ্ছে। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বিজিএমইএ শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই খেলা অচিরেই শেষ হবে। শ্রমিক ছাঁটাইয়ের যে কোনো চক্রান্ত রুখে দেওয়া হবে।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা এক বিবৃতিতে বলেন, প্রণোদনা নেওয়ার পর মালিকপক্ষ এখন ছাঁটাইয়ের নামে শ্রমিকদের সংঘাতের দিকে ঠেলে দিয়ে রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নেওয়ার পাঁয়তারা করছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়। স্কপের যুগ্ম সমন্বয়কারী শ্রমিক নেতা ফজলুল হক মন্টু ও নইমুল আহসান জুয়েলসহ কেন্দ্রীয় নেতারা বিবৃতিতে বলেন, শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা ত্রিপক্ষীয় বৈঠক ও সরকারের কাছে প্রদত্ত অঙ্গীকারের লঙ্ঘন। করোনা পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্পের জন্য মাত্র ২ শতাংশ সার্ভিস চার্জে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়ার পর মালিকপক্ষ ২৪ ও ২৮ মার্চ বৈঠকে ঘোষণা দেয় যে, কোনো শ্রমিক ছাঁটাই করা হবে না এবং কারখানা লে-অফ করা হবে না। কিন্তু ইতোমধ্যে এপ্রিল মাসের বেতন ও ঈদের বোনাস নিয়ে নানা জটিলতা সৃষ্টি করে মালিকপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। কেউ কেউ কারখানা বন্ধ ঘোষণা করেছেন। সর্বশেষ শ্রমিক ছাঁটাইয়ের যে ঘোষণা তারা দিয়েছেন, তা শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ কোনো অবস্থাতেই মেনে নেবে না। ছাঁটাইয়ের ঘোষণায় শ্রমিক অঙ্গনে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, এর জন্য মালিকপক্ষই দায়ী। জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘পোশাকশিল্প কারখানার মালিকরা শ্রমিকের রক্তে তাজা হয়ে এখন তাদেরই চাকরি খাওয়ার মতলব করছে। এটি জনগণের ওপর জুলুম ও মালিকশ্রেণির লুটেরা চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ মাত্র। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো অজুহাতেই শ্রমিক ছাঁটাই চলবে না।’ গতকাল এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক এম গোলাম মোস্তফা ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক মো. মঞ্জুর হোসেন ঈসা ও সমন্বয়ক মো. মহসিন ভূঁইয়া এসব কথা বলেন। তারা বলেন, পোশাকশিল্প কারখানার মালিকরা রপ্তানি করে দেশের অর্থনীতির জন্য বড় অঙ্কের অর্থ আয় করে আনেন সত্য, এর চেয়েও বড় সত্য, শ্রমিকের রক্ত পানি করা সস্তা শ্রমেই তারা তা আনেন এবং বিত্তশালী হন। বিদেশে অঢেল সম্পদ, দেশে বিত্ত-বৈভব, ক্ষমতা, বিলাসী জীবন ভোগ করেন। মহামারীর সময় কারখানা চালানোর জন্য সরকারি প্রণোদনার টাকা পেয়েও তারা লোকসানের বোঝা শ্রমিকদের ওপর চাপিয়ে দিয়ে ছাঁটাইয়ের কথা বলছেন। তাদের এ অযৌক্তিক ও অন্যায় সিদ্ধান্তের কারণে লাখ লাখ শ্রমিক সংকটে পড়বেন।

এদিকে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হককে উদ্দেশ করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, ‘গার্মেন্ট শ্রমিকদের ছাঁটাইয়ের ঘোষণা উদ্দেশ্যমূলক। এ ঘোষণা শ্রমিক নির্যাতনের একটি বিশেষ হাতিয়ার। গার্মেন্ট শ্রমিকদের ছাঁটাই করা হলে আপনিও (রুবানা) ছাঁটাই হয়ে যাবেন। শ্রমিকদের ছাঁটাই যদি করতেই হবে, তাহলে কেন তাদের করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে পায়ে হাঁটিয়ে বাড়ি থেকে আনিয়ে কারখানায় যোগদান করালেন? তখন বলেছেন, ১০০ ভাগের জায়গায় ৬৫ ভাগ বেতন দেওয়া হবে। সেদিন ছিলেন ভিক্ষার হাত নিয়ে। আজ যখন কাজ সম্পন্ন হয়ে গেছে, সরকারের তহবিল থেকে টাকা নেওয়ার লোভে দৃঢ়ভাবে বলছেন ছাঁটাই করতে হবে। আমরাও দৃঢ়ভাবে বলছি, শ্রমিকদের ছাঁটাই করলে আপনি ছাঁটাই হয়ে যাবেন।’ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘মার্চ মাস থেকে গার্মেন্ট শ্রমিকদের ছাঁটাই করা শুরু হয়েছে। শ্রমিক ছাঁটাই চলছেই। এর পরও যখন আনুষ্ঠানিকভাবে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়, তখন বোঝা যায় এর পেছনে দুরভিসন্ধি রয়েছে। অবিলম্বে শ্রমিক ছাঁটাই বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর