সোমবার, ৮ জুন, ২০২০ ০০:০০ টা
চার ম্যাজিস্ট্রেটের সাঁড়াশি অভিযান

চট্টগ্রামে ২৯ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ২৯ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে একসঙ্গে ৪ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান -দিদারুল আলম

চট্টগ্রামে ওষুধের মূল্য নিয়ে রীতিমতো ডাকাতি করা ফার্মেসিগুলোর বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে জেলা প্রশাসন। গতকাল বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজার খ্যাত হাজারি গলিতে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট একযোগে অভিযান পরিচালনা করেন। একদিনের অভিযানেই ওষুধের অতিরিক্ত মূল্য, সংকট সৃষ্টি, ফার্মাসিস্টের সার্টিফিকেট না থাকা, নিবন্ধনহীন ওষুধ রাখা, বিদেশি অবৈধ ওষুধ রাখা, ওষুধের মূল্য কর্তন করা, নকল পিপিই, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রাখার অভিযোগে ২৯ ফার্মেসির মালিককে ১০ লাখ ৯৩ টাকা জরিমানা, ৩০টি মামলা দায়ের ও ১৫ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক, শিরিন আক্তার, এস এম আলমগীর হোসেন ও গালিব চৌধুরী। অভিযানে ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরানও ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর