সোমবার, ৮ জুন, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাসে সশস্ত্র বাহিনীর ২৭৮৮ জন আক্রান্ত, মৃত্যু ১৭ জনের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে করোনাভাইরাস এর সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর ২ হাজার ৭৮৮ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬১ জন এবং মারা গেছেন ১৭ জন। গতকাল আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ২ হাজার ৫৭ জন, পরিবারের ১৮৮ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ৫৪৩ জনসহ মোট ২ হাজার ৭৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৩১০ জন সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন ও ১ হাজার ৪৬১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তিরত সব রোগী সুস্থ আছেন। এই পর্যন্ত ১৭ জন রোগী মৃত্যু হয়েছে।

এরমধ্যে ৬০ বছর ঊর্ধ্বে অবসরপ্রাপ্ত ১৪ জন এবং ৩ জন কর্মরত সামরিক/অসামরিক সদস্য যারা প্রত্যেকেই দীর্ঘদিন যাবত অনিরাময় যোগ্য বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে মৃত্যুকালে করোনায় সংক্রমিত হয়েছিলেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মরত সব সদস্য, তাদের পরিবারবর্গ ও অবসরপ্রাপ্ত সদস্যদের কভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য আর্মড  ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি (এএফআইপি) সহ সব সিএমএইচ-এ মোট ১৩টি ‘আরটি-পিসিআর’ মেশিন প্রতিনিয়ত কাজ করে চলেছে। এছাড়া সব সিএমএইচ-এ পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ঔষধাদিসহ আনুষাঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ আছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত সামরিক বাহিনীর পিসিআর ল্যাবরেটরিতে সশস্ত্র বাহিনীর ১০ হাজার ৩৭৮ জন, পরিবারের ২ হাজার ১২০ জন এবং  বেসামরিকসহ অন্যান্য ৪ হাজার ৬৫৩ জন সদস্যের মোট ১৭ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর