সোমবার, ৮ জুন, ২০২০ ০০:০০ টা

লকডাউন মাইকিং করায় কাউন্সিলর খোরশেদের সচিবের ওপর হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মানবতার ফেরিওয়ালা উপাধি পাওয়া সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে লকডাউন নিশ্চিত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু। গতকাল শহরের আমলাপাড়া এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে রেড জোন ঘোষণা করে লকডাউনের নির্দেশ দেয় জেলা প্রশাসন। জানা যায়, এ এলাকায় দোকানপাট বন্ধ করে স্থানীয়দের ঘর থেকে বের না হতে মাইকিং করতে যান টিপু। পরে দুপুরে এক দোকানের কয়েকজন কর্মচারী তার ওপর দোকান বন্ধ করতে বলায় হামলার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা ও পুলিশ এসে তাকে সরিয়ে দোকানগুলো বন্ধ করে দেন। কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, জেলা প্রশাসনের লকডাউন কার্যকর করতে মাইকিং করার সময় আমার ওয়ার্ড সচিব টিপুর ওপর হামলার সংবাদ পেয়েছি।

এ ব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে তারা ব্যবস্থা নেবেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) আব্দুল হাই জানান, গায়ে হাত দেওয়ার ঘটনা ঘটেনি। তবে বিশৃঙ্খলার চেষ্টা হয়েছিল। আমরা দ্রুত পরিস্থিতি সামলে নিয়েছি। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। বিকালের মধ্যেই লকডাউন পুরোপুরি নিশ্চিত হবে। এখানে জরুরি প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য দোকানগুলো খুলতে পারবে না। এলাকাগুলো থেকে কেউ বের হতে কিংবা কেউ প্রবেশ করতে পারবে না।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর