মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

১১ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার ২৫ হাজার টাকা!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

একটি অক্সিজেন সিলিন্ডারের মূল্য ১১ হাজার টাকা। কিন্তু বিক্রি করা হচ্ছে ২২ থেকে ২৫ হাজার টাকায়। চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এমন অভিযোগে নগরের সদরঘাটের মেসার্স ব্রাদার্স প্রকৌশলী ওয়ার্কের মালিক দিলীপ কুমারকে এক লাখ টাকা জরিমানা করেছে। গতকাল দুপুরে নগরের আন্দরকিল্লা, সদরঘাট ও প্রবর্তক মোড় এলাকার অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার, সার্জিক্যাল পণ্য এবং মাস্ক বিক্রির দোকানে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। এর আগে গত রোববার একদিনেই হাজারী গলির ২৯ ফার্মেসিকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘নিজেদের ইচ্ছামত সিলিন্ডার প্রতি প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা অতিরিক্ত মূল্যে বিক্রি, মিটার প্রতি ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত লাভ করা, বাজারে সিলিন্ডার ও মিটারের কৃত্রিম সংকট তৈরি, কোন ধরনের ইনভয়েস ও ব্যবসা সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারাসহ নানা অভিযোগে সদরঘাটের মেসার্স ব্রাদার্স প্রকৌশলী ওয়ার্কের মালিক দিলীপ কুমারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।’ তিনি বলেন, ‘করোনাকালে চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডারসহ নানা সার্জিক্যাল পণ্যের জন্য মানুষের প্রাণ ওষ্ঠাগত। অথচ একটি অসাধু চক্র করোনা পরিস্থিতিকে পুঁজি ও জনগণকে জিম্মি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।

অভিযানে আন্দরকিল্লার তাজ সার্জিক্যাল ও নিপা সার্জিক্যালে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি। এবি সার্জিক্যাল ও প্রবর্তক মোড়ের কে কোবরা সার্জিক্যাল বন্ধ পাওয়া যায়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর