মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

ডেসটিনির দিদারুল জামিন পাননি

নিজস্ব প্রতিবেদক

মানি লন্ডারিং মামলায় হাই কোর্টে জামিন পাননি ডেসটিনি গ্রুপের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম। তাকে নিয়মিত আদালত খুললে পুনরায় আবেদন করতে বলেছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ তার জামিন আবেদনের ওপর শুনানি নেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও এম এ আজিজ খান। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও আইনজীবী মাইনুল হোসেন। তারা বলেন, শুনানি শেষে ভার্চুয়াল কোর্ট থেকে নিয়মিত আদালত খোলার এক সপ্তাহ পর অথবা নিয়মিত আদালত না খুললে ৩০ দিন পর মামলার জামিন আবেদনের ওপর পুনরায় শুনানি হবে বলে আদেশ দেয়।

তবে এ ক্ষেত্রে যেটি আগে আসে তারই শুনানি হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর