বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

ইউএসটিসিতে করোনা ইউনিট উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাসপাতালে (ইউএসটিসি) ১০০ শয্যাবিশিষ্ট করোনা ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হাসপাতালটিতে করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে পুলিশ ও সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা হবে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই হাসপাতাল পর্যায়ক্রমে ২০০ শয্যার চিকিৎসা সেবা দেওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী। গতকাল এ ইউনিট চালু হয়েছে। দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতালের করোনা ইউনিটের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মেয়র আ জ ম নাছির উদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ প্রমুখ।

 এছাড়াও বক্তব্য রাখেন চেম্বার সভাপতি মাহবুব আলম, সিএমপির অতিরিক্ত কমিশনার শ্যামল চন্দ্র নাথ। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. মো. কামরুল হাসান বলেন, হাসপাতালের করোনা ইউনিটের অনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। অভ্যন্তরীণ কিছু কাজ বাকি রয়েছে। আজকালের মধ্যে রোগী ভর্তি করানো যাবে।

সর্বশেষ খবর