বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

করোনায় রোগীর জানাজায় এমপির ‘প্রথম’ উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোহনপুরের লুৎফর রহমান (৫২) তার জানাজায় অংশ নেন সংসদ সদস্য আয়েন উদ্দিন (রাজশাহী-৩)। এতে করে করোনা রোগীর জানাজায় দেশের কোনো এমপির অংশ নেওয়ার প্রথম ঘটনাটি ঘটে গেল। লুৎফর মারা যান মঙ্গলবার সকাল ৮টার দিকে। এরপর স্বাস্থ্যবিধি মেনে দুপুরে লাশ দাফন করা হয়। লুৎফর রহমানের বাড়ি মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামে। তিনি উপজেলার মহিষকুন্ডি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক। সোমবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন।  রামেক হাসপাতালের পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়।

 লাশটি নিরাপত্তার সঙ্গে গোসল করিয়ে মোহনপুরের পারিবারিক কবরস্থানে জানাজা ও দাফন করা হয়।

এমপি আয়েন উদ্দিন বলেন, ‘স্বাভাবিক সময়ে আমাদের মতো জনপ্রতিনিধিদের তো কত মানুষের জানাযায় অংশ নিতে হয়, তাহলে দেশের এই ক্রান্তিকালে একজন সাধারণ মানুষের জানাজায় অংশ নেব না-এটা হতে পারে না। এ সময়ে সাধারণ মানুষের জানাজায় অংশ নেওয়া আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। তাই করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লুৎফরের জানাজায় অংশ নিয়েছি।’

এমপি আরও বলেন, ‘শোনা যাচ্ছে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফনে পরিবারের লোকজনও অনেক ক্ষেত্রে এগিয়ে আসছেন না। সেই চিন্তা মাথায় রেখে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতেও আমাদের পাশে থাকা দরকার এ সময়ে।’

সর্বশেষ খবর