বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা রোগীদের চিকিৎসায় ন্যাজাল ক্যানোলা দিলেন আলাউদ্দিন নাসিম

ফেনী প্রতিনিধি

করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে এক জরুরি সভা গতকাল ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি, পৌর মেয়র আলাউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ। সভায় করোনায় অতি সংকটাপন্ন রোগীর চিকিৎসায় ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দেওয়ার কথা জানান আলাউদ্দিন নাসিম। সিভিল সার্জন জানান, হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থার পাশাপাশি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সুবিধা সংকটাপন্ন করোনা রোগীর জীবন বাঁচাতে অতি প্রবাহ অক্সিজেন নিশ্চিত করবে।

তিনি জানান, ফেনী জেনারেল হাসপাতলে অক্সিজেন সংরক্ষণের ট্যাংক নেই। সরকারিভাবে বরাদ্দের তালিকাতেও ফেনী নেই। বৈঠক থেকে স্বাস্থ্য সচিবের সঙ্গে ফোনে কথা বলে তা ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাবের সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলাউদ্দিন নাসিম উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সর্বশেষ খবর