বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে শান্তি পরিষদের সংহতি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শান্তি পরিষদ মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বিশ্বের বিভিন্ন দেশে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে। একই সঙ্গে শান্তি পরিষদ মার্কিন পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে এবং হত্যাকান্ডের যথাযথ তদন্ত ও বিচার দাবি করেছে। গতকাল এক বিবৃতিতে শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান বলেন, পুলিশের দ্বারা বিচার বহির্ভূত উপায়ে মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের নির্মম হত্যাকান্ড যুক্তরাষ্ট্রের শাসক দলের বর্ণবাদী নীতিকে নগ্নভাবে উন্মোচিত করেছে। প্রমাণ হয়েছে, সেখানে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ধারাবাহিক সহিংসতা অব্যাহত রয়েছে। শান্তি পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মিনেপোলিসের এ হত্যাকান্ড মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মদদে বিদ্যমান বর্ণবাদ এবং সহিংসতার অনিবার্য পরিণতি।

 যা পুলিশের দ্বারা প্রকাশ্যে এই জাতীয় জঘন্য হত্যাকে কার্যত প্রশ্রয় দেয়। করোনা অতিমারীর এই কঠিন সময়ে মার্কিন সরকারের উচিত জনগণের প্রতি আরও দায়িত্বশীল আচরণ করা।

সর্বশেষ খবর