বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

তদন্ত সংস্থাকে ফের তথ্য প্রমাণ দিতে চায় মিতুর পরিবার

মাস্টার মাইন্ডকে গ্রেফতারের দাবি

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকা- নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ দিতে চায় মিতুর পরিবার। একই সঙ্গে দ্রুততার সঙ্গে মামলার তদন্ত শেষ করে ঘটনার মাস্টার মাইন্ডকে গ্রেফতারের দাবি জানান তারা। মিতুর বাবার অভিযোগ, নতুন করে এ মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শুরু করলেও এখনো মিতুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি তদন্ত সংশ্লিষ্ট কেউ। এ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার মঈন উদ্দিন বলেন, ‘মামলার তদন্তে বলার মতো কোনো অগ্রগতি নেই। মিতুর পরিবারের সঙ্গেও যোগাযোগ হয়নি। তারা যদি তথ্য দিয়ে সহায়তায় করে তাহলে আমরা তা গ্রহণ করব।’ নিহত মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘এ মামলার আগের তদন্ত কর্মকর্তার কাছে বেশ কিছু ডকুমেন্ট ও তথ্য দিয়েছি। কিন্তু দুর্ভাগ্য যে তদন্ত কর্মকর্তা এ বিষয়ে কর্ণপাত করেনি। ফলে চার বছর এক জায়গাতেই স্থির ছিল মামলার তদন্ত। আমরা চাই মামলাটির সঠিক তদন্ত হোক। বর্তমানে পিবিআই তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। মনে হচ্ছে এখানেও একই পরিণতি বরণ করতে যাচ্ছে মামলার তদন্ত।’ জানা যায়, সাবেক পুলিশ সুপারের স্ত্রী খুন হওয়ার পর পর দেশব্যাপী সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। ঘটনার এক মাসের মধ্যেই গ্রেফতার করা হয় কিলিং মিশনে অংশগ্রহণকারী সাত জনকে। বন্দুক যুদ্ধে নিহত হয় দুজন। গ্রেফতার করা হয় খুনের ব্যবহার করা অস্ত্র সরবরাহকারীকেও। রহস্যজনক কারণে এক সময় থমকে যায় মামলার তদন্ত। প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু।

 এ ঘটনার পর বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। ঘটনার কয়েক মাস পর এ ঘটনার জন্য বাবুল আক্তারকে দায়ী করছেন মিতুর পরিবার।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর