বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল জুনের মধ্যেই শোধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারীর মধ্যে রাষ্ট্রীয় সেবা গ্যাস ও বিদ্যুতের বিল বকেয়া রাখার যে সুযোগ দেওয়া হয়েছিল, তা আর থাকছে না। চলতি জুন মাসের মধ্যেই বকেয়াসহ সব বিল পরিশোধ করতে হবে। নইলে গ্রাহককে বিধি অনুযায়ী ব্যবস্থার মুখে পড়তে হবে। এই সতর্কবাণী উচ্চারণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সচিবালয় থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে নসরুল হামিদ বলেন, বিল বকেয়া রাখার যে সুযোগ দেওয়া হয়েছিল, তার মেয়াদ আর বাড়বে না। কারণ ইতিমধ্যে কোম্পানিগুলোর প্রচুর বকেয়া পড়ে গেছে। গত তিন মাসে গড়ে ১০ শতাংশ বিলও আসেনি। জুনের পর বিল বাকি থাকলে মহামারীর এই সময়ে সংযোগ কেটে দেওয়া হবে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ক্ষেত্রে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হবে।

তিন মাসের বিল একসঙ্গে দেওয়াটা চাপ হয়ে যাবে- এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই বার্ডেন হবে। এজন্য আমরা আগেই বলেছিলাম প্রস্তুত থাকতে। গ্রাহকদের প্রতি মাসের বিল দেওয়া হয়েছে। তবে আমরা বলেছিলাম পরের মাসে বিল দিলেও সারচার্জ লাগবে না। কিন্তু আগামী ৩০ জুনের মধ্যে বিলগুলো পরিশোধ করতে হবে। এরপর একদিন পার হলেই সার্চচার্জ লাগবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর