বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

সিআইডির ডিএনএ ব্যাংক চালু

নিজস্ব প্রতিবেদক

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ ল্যাবরেটরি নাম পরিবর্তন করে ডিএনএ ব্যাংক নামে কার্যক্রম শুরু করেছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে ২০১৭ সালে ২৩ জানুয়ারি সিআইডির এই ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির যাত্রা শুরু হয়। গতকাল সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকে এই ল্যাবরেটরি ধর্ষণ, অজ্ঞাতপরিচয় লাশ শনাক্তকরণ, পিতৃত্ব বিরোধ নিষ্পত্তি, ডাকাতি, হত্যাসহ প্রায় ছয় হাজারের মামলার ১৬ হাজারে বেশি আলামত থেকে ২০ হাজার ডিএনএ প্রোফাইলিং করেছে, যা ল্যাবরেটরির সার্ভারে সংরক্ষিত আছে। আদালতের আদেশে ২০১৪ সালের জানুয়ারি থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের কাজ শুরু করে এই ল্যাব। প্রথম নমুনা সংগ্রহ করা হয় ওই বছর ১৫ জানুয়ারি। দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষিত ২০ হাজার ডিএনএ প্রোফাইল নিয়ে এখন তা ডিএনএ ব্যাংক হিসেবে নতুনভাবে কার্যক্রম শুরু করল।

সিআইডির কর্মকর্তারা বলছেন, ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে সংরক্ষিত অপরাধীদের ডিএনএ প্রোফাইল তদন্ত কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডেটাবেজে সংরক্ষিত ডিএনএ প্রোফাইল বিশ্লেষণ করে নিখোঁজ বা অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে শনাক্ত করার কাজও সহজ হয় যদি নিখোঁজ ব্যক্তির আত্মীয়স্বজনের সন্ধান জানা থাকে। ফৌজদারি ও দেওয়ানি মামলার সব আলামতের বিশ্লেষণও ফরেনসিক ল্যাবে হয়ে থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর