বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

শিক্ষার্থীদের ছয় মাসের টিউশন ফি মওকুফের দাবি

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের ছয় মাসের টিউশন ফি মওকুফ করার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। গত মার্চ থেকে আগামী আগস্ট পর্যন্ত ছয় মাসের টিউশন ফি মওকুফ করতে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের ইমেইল এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার মেইলে লিখিত এ দাবি পাঠান ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু। আবেদনে জিয়াউল কবির দুলু বলেন, করোনাভাইরাসের কারণে সারা দেশের শিক্ষার্থীদের অভিভাবকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ১৭ মার্চ থেকে স্কুল-কলেজগুলো বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম হয়নি। সবকিছু স্থবির হয়ে পড়ায় সিংহভাগ অভিভাবকের আয়ের পথ বন্ধ হয়ে পড়েছে। কর্মহীন হয়ে

পড়েছেন অনেক পেশাজীবী ও চাকরিজীবী অভিভাবক।

করোনা মহামারীর দুর্যোগমুহূর্তে ছাত্র-ছাত্রীদের টিউশন ফি পরিশোধ করা অভিভাবকদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

অভিভাবক ঐক্য ফোরাম সভাপতি প্রতিবেদককে বলেন, বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ করোনার মধ্যেই টিউশন ফি চেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মোবাইলে মেসেজ পাঠিয়েছে। তাই করোনাকালীন দুর্যোগের বিষয়টি বিবেচনা করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ছয় মাসের টিউশন ফি মওকুফ করতে শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাই।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর