বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

পাহাড়ি নেতা সুধাসিন্ধু খীসা আর নেই

খাগড়াছড়ি প্রতিনিধি

পাহাড়ি নেতা সুধাসিন্ধু খীসা আর নেই

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএস) মানবেন্দ্র নারায়ণ লারমা গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক গেরিলা নেতা সুধাসিন্ধু খীসা (৭৭) আর নেই। মঙ্গলবার গভীর রাতে খাগড়াছড়ি সদরের কদমতলীর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থি এই মেধাবী ছাত্রনেতা। তার মৃত্যুতে তিন পার্বত্য জেলার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অসংখ্য সমর্থকের পাশাপাশি তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে সুধাসিন্ধু খীসার দীর্ঘ গেরিলা জীবনের অবসান ঘটে।

অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর