বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

মেয়ের ধর্ষণের বিচার চেয়ে রাস্তায় বাবা

নজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় দুলাভাইয়ের কাছে ধর্ষণের শিকার হয়েছিল মেয়েটি (১২)। বিচার না পেয়ে লজ্জা ও অভিমানে সে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় মামলাও হয়। কিন্তু আত্মহত্যার দুই মাস পেরিয়ে গেলেও আসামিদের আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় বিচারের দাবি নিয়ে অবশেষে রাস্তায় নেমেছেন হতভাগ্য পিতা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ধর্ষিতার পিতা ভ্যানচালক সেলিম হোসেন বিচারের আশায় ব্যানার নিয়ে একাই দাঁড়িয়ে পড়েন। ব্যানারে ছিল মেয়ের ছবি। আর বিচারের আকুতি জানিয়ে লেখা-‘ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনাকারীর গ্রেফতার ও ফাঁসি চাই।’ সেলিম হোসেন বলেন, ‘আমার মেয়ে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তার মারা যাওয়ার প্রায় দুই মাস পেরিয়ে গেছে। লোকমুখে শুনছি আসামি প্রকাশ্যে তার এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না।

আমি ভ্যানচালক গরিব মানুষ, তাই হয়তো মেয়ের ওপর নির্যাতন ও তার আত্মহত্যার প্ররোচনাকারীদের সঠিক বিচার হবে না। তাই নিজেই বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘মামলার তদারকিতে পুলিশের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই। আসামিদের আটক করতে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আর ওই পরিবারকেও বলা হয়েছে, আসামিদের কোনো সন্ধান পেলে আমাদের জানাতে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর