শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে আক্রান্ত হচ্ছে মাঠ প্রশাসনের কর্মকর্তারাও

আক্রান্তদের তালিকায় এডিসি ইউএনও ম্যাজিস্ট্রেট

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

সরকারি প্রশাসনের দায়িত্বশীলরা চলমান করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন নানাভাবে মাঠে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। করোনার শুরু থেকেই গরিব-অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, নিরাপদ দূরত্ব বজায় রাখতে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা তৈরিতে প্রতিনিয়ত মনিটরিং করাসহ নানাবিধ উদ্যোগে ছিল মাঠ-প্রশাসনের দায়িত্বশীলদের ভূমিকা। করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে প্রতিটি শ্রেণি-পেশার মানুষ। তা জেনেও দেশের সাধারণ মানুষের সেবা করতে গিয়ে প্রতিদিন আক্রান্ত এবং মারা যাচ্ছেন মাঠ-প্রশাসন বা সরকারি দায়িত্বশীল ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও। সারা দেশের মতো চট্টগ্রামেও মাঠ-প্রশাসনের দায়িত্বশীলরা আক্রান্ত হচ্ছেন। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসনের এডিসি, ইউএনও, ম্যাজিস্ট্রেট, এসিল্যান্ড ডাক্তারসহ আক্রান্ত হচ্ছেন অনেকেই। সর্বশেষ করোনার থাবার শিকার হলেন বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন। গত মঙ্গলবার রাতেই চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবের ফলাফলে তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগের দিন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান আক্রান্ত হয়েছেন। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন বলেন, শরীরের কিছু সমস্যা দেখা দিলে গত ৬ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। এরপর করোনা পজিটিভ হলে আইসোলেশনে চলে আসি। বর্তমানে আইসোলেশনে থাকলেও শরীরে করোনার কোনো লক্ষণ নেই। তবে সরকারি স্বাস্থ্যবিধি মেনেই প্রতিনিয়ত নিয়মতান্ত্রিকভাবে খাওয়া-ধাওয়া হচ্ছে বলে জানান তিনি। চট্টগ্রাম জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সরকারি ফ্রন্টফাইটাররা নানা সেবামূলক কাজ করছেন করোনা পরিস্থিতিতে।

 নিরাপদ দূরত্ব মানা হলেও নানাভাবে আক্রান্ত হচ্ছেন তারাও। পুলিশের শীর্ষ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রয়েছেন এসআই, এএসআই ও কনস্টেবলও। ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আবু হাসান সিদ্দিক, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর