শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

তৈরি পোশাকশিল্পে আরও ১ শতাংশ প্রণোদনার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

২০১৯-২০ অর্থবছর থেকে তৈরি পোশাক রপ্তানির সব ক্ষেত্রে অতিরিক্ত ১ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা প্রদান করা হচ্ছে। বিদ্যমান অন্যান্য প্রণোদনার সঙ্গে ১ শতাংশ হারে অতিরিক্ত রপ্তানি প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন তিনি। ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।  বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা এবং বিশ্ব অর্থনীতির মন্দাজনিত কারণে ২০২০ সালে বিশ্ব পণ্যবাণিজ্য হ্রাসের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

ফলে বাংলাদেশেও তৈরি পোশাকসহ সার্বিক রপ্তানি ক্রমাগত হ্রাস পাচ্ছে। উন্নত বিশ্বের চাহিদা হ্রাসজনিত কারণে ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক রপ্তানিতে ঋণাত্মক ধারা পরিলক্ষিত হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী লকডাউনের কারণে সামনের দিনগুলাতে এই রপ্তানি আরও কমবে। আশা করা যায় করোনার প্রভাব মোকাবিলায় সরকার প্রদত্ত আর্থিক প্রণোদনার সুবিধা নিয়ে বস্ত্র ও তৈরি পোশাকশিল্প ঘুরে দাঁড়াবে এবং আগামী ২০২০-২১ অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধির কাক্সিক্ষত ধারায় ফিরতে পারবে। বিদ্যমান অন্যান্য প্রণোদনার সঙ্গে ১ শতাংশ হারে এই অতিরিক্ত রপ্তানি প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর