শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

১১ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার : প্রজ্ঞা ও আত্মা

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে তামাক খাতের শুল্ককরের কারণে সরকার ১১ হাজার কোটি টাকা রাজস্ব হারাবে বলে মনে করছে তামাকবিরোধী প্রতিষ্ঠান প্রজ্ঞা ও আত্মা। সংস্থা দুটি গতকাল এক তাৎক্ষণিক বাজেট বক্তৃতায় বলেন, তামাক কর ও মূল্যবৃদ্ধি সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাব গ্রহণ করা হলে সরকার তামাক খাত থেকে ১১ হাজার কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত রাজস্ব আয় অর্জন করতে পারত। দীর্ঘমেয়াদে প্রায় ছয় লাখ মানুষের অকাল মৃত্যুরোধ করা সম্ভব হতো।

সংস্থা দুটি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ তামাককে করোনা সংক্রমণ সহায়ক হিসেবে চিহ্নিত করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর